Posts

Showing posts with the label Entertainment

Singer Kailash attempted suicide due to lack money

Image
'Allah ka Bande' or 'Teri Diwani'  Whenever you hear will remember that he is Kailash Kher. He made his place in the world of music in Bollywood. The popular musician recently said that his life is an unknown word. Maybe he will be surprised to know, he went to commit suicide! In an interview given by Indian, Kailash said, "There was a lot of financial loss at one time. I was depressed for nearly a year. At that time I decided to end life. I jumped into the river to commit suicide. But one of my friends saved me. Kailash has done a lot of work before starting the career of the song. Never did business, sometimes or sales. But after getting a chance in Bollywood, they did not have to look back. After 16 years of successful journalism, Kailash thinks, "If I had met the boy today, I would have stopped him from going to suicide." Hindustan Times.

HILARIOUS MISTAKES FOUND ON FILMS

Image
Though hundreds, and sometimes thousands, of people work on the production of major motion pictures, sometimes mistakes slip through the cracks and make it through the final edit. Some of the biggest blockbusters in history include oversights, false information, and other snafus that apparently went unnoticed on the cutting room floor. Keep reading for hidden mistakes you likely haven’t noticed in some of your favorite films:

সানি লিওনকে হুমকির পর বাড়ির পর্যন্ত চলে এসেছিল দুর্বৃত্তরা || After Sunny Leone threatened, the miscreants came to the house

Image
সোশ্যাল মিডিয়ায় হুমকি, সমালোচনা, আক্রমণের মুখে পড়তে হয়েছে সেলিব্রিটিদের অনেককেই। এদের একজন সানি লিওন।    সম্প্রতি অভিনেত্রী নিজেই জানালেন, সোশ্যাল মিডিয়ায় হুমকি দেয়ার পর তার বাড়ি পর্যন্ত চলে এসেছিল দুর্বৃত্তরা। সেই সময় তার স্বামী ড্যানিয়েল বাড়িতে ছিলেন না। দরজায় ধাক্কা শুনে তিনি ছুরি হাতে দাঁড়িয়েছিলেন।    সম্প্রতি নয়াদিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন সানি লিওন। মিড ডে-র খবর অনুযায়ী, সেখানেই সাইবার হেনস্থার বিরুদ্ধে একটি অনুষ্ঠানে গিয়ে অভিনেত্রী নিজের এমন অভিজ্ঞতার কথা বলেছেন।    সানি লিওন বলেন, ‘কেউ একজন ইন্টারনেটে হুমকি দিয়েছিল। বলেছিল বাড়িতে এসে হামলা চালাবে। হঠাৎ বাড়ির দরজায় এসে ধাক্কা দিচ্ছিল। দরজার বাইরে কারা যেন চিৎকার করছিল। আমার মনে হয়েছিল, দরজা ভেঙে ঢুকতে চাইছে ওরা। আওয়াজ শুনে আমি ছুরি হাতে নিয়ে নিয়েছিলাম। ড্যানিয়েল তখন ছিল না। আমি অসম্ভব ভয় পেয়ে গিয়েছিলাম।’     ইত্তেফাক/ইউবি

র‌্যাম্পে হাঁটার সময় মারা গেলেন রাশিয়ান মডেল || Russian model died during a walk on the ramp

Image
একটি মডেলিং সংস্থার হয়ে চীনে মডেলিং করতে এসেছিলেন ভ্লাদা জুয়ুবা নামে এক রাশিয়ান তরুণী। র‌্যাম্পে হাটার সময় মঞ্চে পড়ে যান তিনি। আর সেখানেই তার মৃত্যু হয়।  জানা গেছে- সম্প্রতি এশিয়ান ফ্যাশন শোতে অংশ নিতে চীনে যান ১৪ বছর বয়সী রাশিয়ান মডেল ভ্রাদা। শুক্রবার টানা ১৩ ঘণ্টা ধরে চলে অনুশীলন। আর এতে ক্লান্ত হয়ে পড়েন তিনি। অতিরিক্ত পরিশ্রমের কারণে র‌্যাম্পে হাঁটার সময় তিনি মঞ্চে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, কোমায় চলে গেছেন ভ্রাদা। তার সংজ্ঞা আর ফেরেনি। পরে সেখানেই তার মৃত্যু হয়। সম্প্রতি একটি মডেলিং সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভ্রাদা। সেই সংস্থার হয়েই এশিয়ান ফ্যাশন উইকের র‌্যাম্পে এসেছিলেন তিনি। ইত্তেফাক/ইউবি

Kaabil Hindi Movie HD

Image
This is the story of a man who lived, laughed and loved just like everyone in this world. Until one day, a terrible tragedy struck. Driven by the fire of vengeance, nothing will stop him. Not even the fact that he has been blind since birth. Click the link Below for watching or download this movie   1.  https://openload.co/f/9ilCmF57KMI#

বিশ্রামেই থাকছেন মোশাররফ করিম

Image
অভিনেতা মোশাররফ করিম ,  হঠাৎ   বুকে ব্যথা নিয়ে গেল ঈদুল আজহার আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন। তবে এরইমধ্যে গত ১৮ অক্টোবর আবারো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর উত্তরার একটি ক্লিনিকে ভর্তি করা হয় তাকে । চিকিৎসকরা জানিয়েছেন , জন্ডিসে আক্রান্ত হয়েছেন তিনি। প্রাথমিক   চিকিৎসা শেষে গত ২২ অক্টোবর বাসায় ফিরেন। বাসায় এখন তিনি পুরোপুরি বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন মোশাররফ করিমের স্ত্রী , অভিনেত্রী জুঁই করিম । তিনি বলেন , মোশাররফ করিম এখন ভালো আছেন। গত দুইদিন আগে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছি। ওর জন্ডিসের সমস্যা। তবে খুব গুরুতর না। চিকিৎসকের পরামর্শে এখন পুরোপুরি বেড রেস্টে রয়েছে । তিনি আরো বলেন , চিকিৎসক বলেছেন ১৫ দিন বিশ্রাম নিয়ে কাজ শুরু করতে পারবেন। কিন্তু যতটা বেশি সময় বিশ্রামে থাকা যায় ততটাই ভালো। কারণ শুটিং তো রোদ কিংবা লাইটের গরমের মধ্যে করতে হয়। অন্তত ১ মাস শুটিংয়ের বাইরে থাকা ভালো। যাতে শরীরটা এক...

সানি লিওনের ‘তেরে ইন্তেজার’ সিনেমার ট্রেলার প্রকাশ || Sunny Leone New Movie Trailer Tera Intezaar

Image
সানি লিওনের ‘তেরে ইন্তেজার’ সিনেমার ট্রেলার প্রকাশ সানি লিওনের আগামী সিনেমা ‘ তেরা ইন্তেজার ’- এর ট্রেলার প্রকাশিত হয়েছে। সিনেমাটি আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে।   সিনেমায় সানি লিওনের সঙ্গে আরবাজ খানকে মূখ্য চরিত্রে দেখা যাবে। ট্রেলারে আরবাজের সঙ্গে সানির রোমান্স দেখা গিয়েছে। রাজীব বালিয়া পরিচালিত এই সিনেমায় দেখা যাবে গৌহর খান ও আর্য বব্বরকেও । সিনেমাটি প্রযোজনা করেছেন অমন মেহতা ও বিজল মেহতা। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে ।